শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

রোজ কতজন ঢুকছে আপনার ফেসবুকে!

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

দিনরাত ফেসবুকে অনলাইন। একে ওকে ফলো করা, স্ট্যাটাস চেক করা, আপডেটস দেওয়া। কেউ না কেউ সারাক্ষণ আমাদের ফলো করছেন। আমাদের প্রোফাইলে ঢুকছেন। জানেন কি, রোজ কতজন আপনার ফেসবুক প্রোফাইলটি দেখেন? কতজন আপনার প্রোফাইল ছবিটি দেখেন? খুব সহজেই আপনি তা জানতে পারবেন। কীভাবে?
১) আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২) টাইমলাইনে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স সিলেক্ট করুন।
৩) প্রচুর কোড লেখা একটা পাতা খুলে যাবে।
৪) কি- বোর্ডে ঈঞজখ+ঋ প্রেস করুন।
৫) ডানিদিকের বক্সে লিখুন ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ডস লিস্ট।
৬) একটা নাম্বারের লিস্ট আসবে।
৭) এই নাম্বারগুলিই হচ্ছে, তাঁদের প্রোফাইলের ওউ, যাঁরা আপনার প্রোফাইল দেখেছেন।
সআইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন