শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে।
বিশ্বের স্বনামধন্য ক্বারী এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রনাই, মালয়েশিয়া, মিসরের ক্বারীগণ উপস্থিত থাকবেন।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয় মরহুম মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ.-এর হাত ধরে। হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী। এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইক্বরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন