শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ওরস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

উপমহাদেশের বরেণ্য সুফি সাধক, ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর (কঃ) ১১৩তম উরস উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’-এর উদ্যোগে ১০ দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ট্রাস্টের কর্মকর্তারা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জানুয়ারি যাকাত বিতরণ, ১৫ জানুয়ারি মহিলা মাহফিল ও ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন’। ১৭ জানুয়ারি ‘মেধা বৃত্তি’ প্রাপ্তদের মধ্যে বৃত্তির অর্থ প্রদান, ১৮ জানুয়ারি ‘যুগপূর্তি উৎসব: ১২তম শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী’। ১৯ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে ‘ওলামা সমাবেশ’। ১৯ ও ২০ জানুয়ারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা আলোচনা এবং র‌্যালী। ২২ জানুয়ারি গাউসিয়া হক মনজিলের উদ্যোগে ফটিকছড়ির এতিমখানাসমূহের শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার সরবরাহ। ২৩ জানুয়ারি এস জেড এইচ এম ট্রাস্ট কর্তৃক দেশের জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ইসলামী ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত দূর্লভ চিত্র ও ভিডিও প্রদশর্নী।
২৪ জানুয়ারি ওরসের পরদিন পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টের মিডিয়া উপদেষ্টা নাজিমুদ্দীন শ্যামল, প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন ও মোহাম্মদ নূরুল মোস্তফা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন