রাজশাহী ব্যুরো : বখাটের উত্ত্যক্ততা সহ্য না করতে পেরে গতকাল সকালে নগরীর শ্যামপুর এলাকায় আমেনা খাতুন (১৪) নামে সপ্তম শ্রেণীর এক স্কুল-ছাত্রী আত্মহত্যা করেছে। আমেনা খাতুন ওই এলাকার হায়দার আলীর মেয়ে। কিশোরীর মা নেগার বানু পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে রেজাউল করিম নামে স্থানীয় এক বখাটে যুবক তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। গত রোববার ওই বখাটে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়।
এ নিয়ে এলাকায় সালিশ বসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। এ ঘটনায় তার মেয়ে সবার অজান্তে নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেলে তারা থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই ঘটনার সত্যতা পাওয়া গেলে বখাটে যুবককে আটক করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন