শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুর্নীতিই বড় চ্যালেঞ্জ

কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশে দারিদ্রতা এখন আর বড় চ্যালেঞ্জ নয়, অবকাঠামোগত উন্নয়ন বড় চ্যালেঞ্জ নয়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত করা। গতকাল শনিবার কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুস ভুইয়া, নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, এড. তানজিনা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সিনিয়র সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, নিজাম উদ্দিন শামীম, আবদুল আউয়াল, আবদুর রশিদ, ওমর ফারুক, আলী আহমেদ, এসময় বিভিন্ন আ’লীগ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ১৩ জানুয়ারি, ২০১৯, ৯:১৪ এএম says : 0
Ashole eta kono challenge na,nije shot hole , shottikar jongoner voter maddhome khomotai ashle shudhor proshari chinta dhara nia lov lalosha o shojon pritir ordhe theke kaj korle durnitke shohojei porasto kora shomvob....
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন