পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ক্রেন ভেঙ্গে পড়ে ৩ জন শ্রমিক আহত হয়েছেন। শনিবার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. ইব্রাহিম (৩৫), ওয়াছিম (৩২) এবং দানেস মিঞা (৩০)। এদের মধ্যে গুরুতর আহত মো. ইব্রাহিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র মতে, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লির কাছে ১০০ টনের একটি ক্রেন দিয়ে কাজ চলছিল। হঠাৎ ক্রেনটি ছিঁড়ে পড়লে ঐ তিন জন শ্রমিক আহত হন। প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস বলেছেন, ক্রেনকে ধরে রাখার আংটা (বোমা) হঠাৎ খুলে যাওয়া এই ঘটনা ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন