বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এমপি ও বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম সেকান্দর আলম চৌধুরী স্বরণে বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ মোবারক এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফেজ আব্দুল হক। প্রধান বক্তা ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ আলী, হাজী মোহাম্মদ ইউসুফ, সালাউদ্দিন হেলাল, আবু সুফিয়ান সেলিম, মাহাফুজ আলম, আল জকির, সৈয়দ নুর, আব্দুল খালেক মিলন, মোহাম্মদ ইয়াছিন তালুকদার, মোহাম্মদ নাছিরউদ্দিন খোকন, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, মাওলানা হারুন, ওহিদুল আলম ও শহিদুল বাবর সরোয়ার আলম প্রমূখ। সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে সভায় বক্তারা বলেন, তার রাজনৈতিক আদর্শ সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আবদুস শুক্কুর সুয়াবিলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন