টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। রোববার সকালে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মির্জাপুর পৌর কমিউনিটি সেন্টার প্রত্যাশায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ঘোষণা দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোতালেব মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, কৃষক লীগের সাবেক সভাপতি হুমায়ুন তালুকদার, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান, পৌরসভার কাউন্সিলর চন্দনা দে,এস এম রাশেদ, আমিরুল কাদের লাবন, আব্দুর রাজ্জাক, সাইজুদ্দিন মিয়া, শহীদুর রহমান শিপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী।
শামীম আল মামুন বলেন চারিদিকে যুবসমাজের জয় জয়কার। যেকোন আন্দোলন সংগ্রামে যুবসমাজ অগ্রণী ভুমিকা রাখছে। জনপ্রতিনিধি হয়ে সামাজিক আন্দোলন এবং সমাজ সংস্কারেও যুবসমাজ এগিয়ে যাবে। দীর্ঘদিন ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সকল শ্রেণি পেশার মানুষের সংস্পর্শে আসার সুজোগ পেয়ে দলের সকল স্তরের নেতাকর্মীদের সমর্থনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে প্রার্থী হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
পরে মির্জাপুর উপজেলা যুবললীগের আহবায়ক উজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে প্রার্থিতা ঘোষনাকারী শামীম আল মামুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন