শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনার বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনায় বন্ধ বেসরকারি পাটকল মহসেন, এ্যাজাক্স জুট মিল চালু সোনালী, আফিল জুট মিল পূর্ণাঙ্গ চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আনছার আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বন্ধ মিলের শ্রমিক নেতারা বলেন, নতুন মজুরি কাঠামো গঠন করা হলেও মালিকরা বাস্তবায়ন করছেন না। তারা শ্র্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। এছাড়া পাট কেনা বন্ধ করে দিয়ে মিলগুলো বন্ধ করে দিচ্ছেন মালিকরা। তারা অভিযোগ করেন, মালিকদের খামখেয়ালিপনায় বেসরকারি কলকারখানার শ্রমিকরা মরতে বসেছেন। বক্তারা অবিলম্বে খুলনার মহসেন, এ্যাজাক্স, সোনালী জুট মিলসহ বন্ধ সব মিল চালুর দাবি জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন