শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আঁতশবাজি বানানোর সরঞ্জাম উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০১ এএম

ঢাকার দোহার ও শ্রীনগর থেকে বিপুল পরিমানে অবৈধ পটকা ও আঁতশবাজি বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব ১১। গত শনিবার রাত ৮টার দিকে দোহার উপজেলার নারিশা বাজার সংলগ্ন শহীদের বাড়ি থেকে ও শ্রীনগর উপজেলার শ্রীনগর বাইপাশ রাঢ়িখাল এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিককে শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বালাশুর র‌্যাব ক্যাম্পে নিয়ে গেছে।

র‌্যাব সূত্রে জানায়, গত শনিবার সন্ধায় উপজেলার নারিশা বাজার সংলগ্ন শহীদের বাড়িতে বিপুল পরিমানে অবৈধ আতশবাজি, ককটেল বোমা বানানোর সরঞ্জাম আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১১ এর কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমানে অবৈধ আতশবাজি, ও পটকা বানানোর ৮ থেকে ৯ আইটেমের অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন