শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাউবিতে ‘বাঙালির জাতিসত্তা ও বঙ্গবন্ধু’ গণবক্তৃতা অনুষ্ঠান

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ৭:৩১ পিএম

বাঙালি জাতিসত্তাকে বিশ্ব মানচিত্রে বীরের জাতি হিসেবে তুলে ধরেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের ইতিহাসে যে বাঙালি ছিল শোষিত ও বঞ্চিত। ভাষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িকতার চেতনা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্তার পূর্ণ বিকাশ ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির সাহস ও শক্তির উৎস। বাঙালির স্বপ্ন ও আকাঙ্খার প্রতীক। ‘বাঙালির জাতিসত্তা ও বঙ্গবন্ধু’ বিষয়ে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত গণবক্তৃতা অনুষ্ঠানের একক বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা বলেন।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ও গবেষণা কেন্দ্র আয়োজিত গণবক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বলেন, বাঙালি বিশ্বের বুকে আজ এক গৌরবময় জাতিসত্তার অধিকারী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে এই গৌরব অভিধা এনে দিয়েছেন। তিনি আরও বলেন, জাতির পরবর্তী প্রজ›মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, প্রফেসর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন