বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৯ শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এ কাজী নজরুল ইসলাম হাউজ চ্যাম্পিয়ন ও ডঃ কুদরত-ই-খুদা হাউজ রানার-আপ হয়েছে। প্রধান অতিথি শিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও তিনি পুরস্কার বিতরণ করেন। স্কুল ও কলেজের শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝেও তিনি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন