হেফাজত নেতা আহমদ শফী মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে যে অবৈধ ফতোয়া দিয়েছেন তার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ঢাকা মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ হানিফ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম ছেলে ও মেয়ের ওপর ফরজ (পবিত্র হাদিস শরীফ)। লেখাপড়া প্রতিটি মানুষের জন্য দয়াময় স্রষ্টা ও মহান রাসুল (সা.) প্রদত্ত মৌলিক অধিকার।
বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর (সা.) নির্দেশিত লেখাপড়া থেকে মা বোনদের বঞ্চিত রেখে জীবন ধ্বংস করা ইসলাম ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করা। বক্তাগণ মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে হেফাজত নেতা শফীর ইসলাম বিরোধী বক্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মেয়েদের লেখাপড়া বন্ধের জন্য হেফাজত নেতার অবৈধ ফতোয়া ইসলাম বিরোধী ও রাষ্ট্রনীতি বিরোধী এবং জীবন ধ্বংসাত্মক অপরাধ।
বক্তারা দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশিত ছেলে-মেয়েদের পড়ালেখার বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন শান্তিময় মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন