৫০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী চক্রের এক সদস্যকে। অপহৃত মো. সাদেক ছোবহান সাকিব (১৭) চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজের ছাত্র। সে সাতকানিয়ার করাইয়ানগর গ্রামের ফৌজুল কবীরের পুত্র।
কলেজে যাওয়ার পথে সাতকানিয়ার ঠাকুরদিঘির পাড় থেকে গত ১০ জানুয়ারি তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। টানা অভিযানে গতকাল (সোমবার) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলীর একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে এক প্রেসব্রিফিংয়ে উদ্ধার অভিযানের বর্ণনা দেন ডিবির কর্মকর্তারা। গ্রেফতার মো. হোসেন (৩০) লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের মো. জানে আলমের পুত্র। তবে মূল আসামি ও অপহৃতের খালাতো ভাই জাহাঙ্গীর আলম জয়কে (২৮) পাকড়াও করা যায়নি। ডিবি কর্মকর্তারা জানান, সাতকানিয়া পুলিশের সহযোগিতায় লোহাগাড়ার বটতলী এমকে শপিং সেন্টারের তয়তলা এমকে বোডিং নামের আবাসিক হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে সাকিবকে উদ্ধার করা হয়। অপহরণের পর আসামী জাহাঙ্গীর আলম জয় তার পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। দাবীকৃত টাকা না দিলে আসামীরা তাকে হত্যা করার হুমকি দেয়। সাকিবের পিতা প্রথমে সাতকানিয়া থানায় জিডি করেন। পরবর্তীতে তিনি নগর গোয়েন্দা পুলিশের কাছে তার পুত্রকে উদ্ধারের আবেদন করেন। মূল আসামি জয়সহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন