শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহী সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:১৫ পিএম

রাজশাহীর ইউসুফপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের সময় গুলিসহ পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল সোমবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তার নেতৃত্বেই সোমবার রাত সাড়ে ১০টার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিজিবির বিশেষ টহল দল ইউসুফপুর ও চারঘাট বিওপির মাঝামাঝি সীমান্ত পিলার ৬৮/১-এস এর কাছাকাছি এলাকায় পদ্মানদীর চরে অবস্থান নেয়।
তিনি বলেন, রাত দেড়টার দিকে ৪-৫ জনের একটি অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিজস্ব নিরাপত্তার জন্য টহল দল অস্ত্র পাচারকারীদের লক্ষ্য করে ২টি এসএমজি থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
‘এতে অস্ত্র পাচারকারীরা বিদেশি পিস্তল ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।’
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি-১ ব্যাটালিয়ন অধিনায়ক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন