শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বিভাগ উন্নয়ন ফি বাতিল করুন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম


পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এক আতঙ্কের নাম বিভাগ উন্নয়ন ফি। পরীক্ষার ফরম ফিলাপ বা নতুন সেমিস্টারে ভর্তির সময় এই ফি নেওয়া হয়। পরিমাণও কম নয়। তবে সব বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ যে এই ফি নিয়ে থাকে, তা নয়। কিন্তু অনেক শিক্ষার্থীই যে এর ভুক্তভোগী, তার প্রমাণ পত্রিকার পাতায় বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ব্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধনের খবর। প্রশ্ন হচ্ছে, বিভাগের উন্নয়নের দায় কি শিক্ষার্থীদের? সরকার প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ দেয় এর ব্যয়ভার মেটাতে। তাহলে বিভাগের কোনো উন্নয়ন দরকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন তার ব্যয় শিক্ষার্থীদের ওপর চাপাবে? অবিলম্বে এই কথিত উন্নয়ন ফি বাতিল করতে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
শুভ্র গাইন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন