আমাদের দেশে এখনও পর্যন্ত বহু জমি খালি পড়ে থাকে, যা দেশের অর্থনীতির জন্য বিপদসংকেত। কৃষি উৎপাদনের জায়গাগুলো খালি পড়ে থাকে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর দিক। এ থেকে উত্তরণের জন্য সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে এগিয়ে আসতে হবে। কৃষি জমি আবাদযোগ্য হলে উৎপাদনও বাড়বে। কৃষক, শ্রমিক, গৃহস্থ থেকে শুরু করে দেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে উদ্যোগ নিতে হবে।
আজিম উল্যাহ হানিফ
নাঙ্গলকোট, কুমিল্লা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন