শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিইটিপি নির্মাণ দ্রুত সমাপ্ত হবে : শিল্পমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সাভার ট্যানারি শিল্পের জন্য অত্যাধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ সিইটিপি নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে শিল্প মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদল চামড়া শিল্পের বিভিন্ন বিষয়ে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে চামড়া পণ্য উৎপাদন করে বিদেশি ক্রেতা আকর্ষণ করতে হবে। চামড়া শিল্পের দ্রæত বিকাশে চট্টগ্রাম ও রাজশাহীতে দু’টি চামড়া শিল্পনগরি নির্মাণের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, পরিবেশসম্মত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অত্যন্ত তৎপর। শিল্প মালিকদের বিষয়ে আন্তরিক হতে হবে। ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম এ সময় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন