স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরবাসীর সেবায় চসিকের স্বাস্থ্য বিভাগ নিরল কাজ করে যাচ্ছে। তিনি গতকাল (মঙ্গলবার) চসিক পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়–য়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেয়র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও প্রতিষ্ঠানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন