শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সুন্নি আন্দোলনের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আহমদ শফীর ফতোয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। সকাল ১১টার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুফী আহম্মদ শাহ মুরশেদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রফ্রন্ট নেতা রওনক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন টিটু, আহবায়ক ফেরদৌসুর রহমান, জেলা ছাত্র ফ্রন্ট নেতা সাইদুল ইসলাম, ছাত্রী ফ্রন্টের নেত্রী সালমা আক্তার, ইভা আক্তার, ছাত্রফ্রন্ট নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা আহমদ শফীর অবৈধ ফতোয়ার প্রতিবাদে বলেন, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম ছেলে ও মেয়ের উপর ফরজ এবং লেখাপড়া প্রতিটি মানুষের জন্য স্রষ্টা ও রাসূলের প্রদত্ত মৌলিক অধিকার। লেখাপড়া থেকে মেয়েদের বঞ্চিত জীবন ধ্বংস করা ইসলাম ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করা। এ অবৈধ ফতোয়ার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তাগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন