ভোলার বোরহানউদ্দিনে মঙ্গলবার সকাল ১১টায় ভোলা-চরফ্যাশন সড়কে পুলিশের এএসআই শাহে আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত রোববার ভোলা সদরে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আওলাদ হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার পর ওই এএসআই’র বিরুদ্ধে প্রশাসনের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাখান করে কঠোরতম শাস্তির দাবিতে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা ওই পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত প্রত্যখ্যান করে স্থায়ীভাবে বরখাস্তসহ কঠিন শাস্তির দাবি জানান। এসময় বক্তারা মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বর্ণনা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে উপজেলাবাসী কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। তারা অরো বলেন, সারাদেশে পুলিশের অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যের জন্য পুরো পুলিশ প্রশাসন আজ বিতর্কিত হচ্ছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এসব পুলিশ সদস্যকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। ওই সময় তারা পুলিশের এ মধ্যযুগীয় নির্যাতনের বিচার চেয়ে বাংলাদেশ মানবধিকার চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, গত রোববার ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদ হোসেনকে পিটিয়েছে শাহ আলম নামের এক এএসআই। ওই নির্যাতনের চিত্র রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোলা সদর থানার এএসআই শাহ আলম উত্তেজিত অবস্থায় আওলাদকে প্রকাশ্যে মারধরের এক পর্যায়ে রাস্তায় ফেলে পাড়াচ্ছেন। বিভিন্ন মহলের জোর দাবির মুখে ওই রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরাখাস্ত করেন পুলিশ সুপার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন