কক্সবাজারের পেকুয়ায় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমসহ ৭জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। অন্যান্যরা হলেন মো. সাজিব, জয়নাল আবেদীন, সাহাব উদ্দিন, মাঈন উদ্দিন, আমান উল্লাহ ও সাকের উল্লাহ। মামলার বাদি সরওয়ার কামাল জানান। তার ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে হত্যাচেষ্টা ও বসতবাড়ি জ্বালিয়ে দেওয়ার মামলায় বর্তমান চেয়ারম্যান ওয়াসিমসহ ৭জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। চকরিয়া ম্যাজিস্ট্রেট আদালতের পিপি মো. শহিদুল্লাহ চেয়ারম্যানসহ ৭জনকে কারাগারের পাঠানোর কথা জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন