দেশে এখন সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।
আজ সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ এগুচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড চলছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এখন সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ। জঙ্গিবাদ সফলভাবেই নির্মূল করা হয়েছে। এখন মাদক সমস্যা সমাধান করাই গুরুত্ব পাচ্ছে। মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
সৌজন্য সাক্ষাৎকালে ক্র্যাব সভাপতি আবুল খায়ের,
সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন