শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রোববার হেফাজতের হরতাল করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ২:২৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো হরতাল করতে দেওয়া হবে না। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তা-বের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার (২৬ মার্চ) রাতে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।
এর আগে শুক্রবার রাতে পুরনো পল্টনে এক সংবাদ সম্মেলনে সারা দেশে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ ও রোববার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী।
ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে মূলত এই বিক্ষোভ ও হরতালের ঘোষণা দেওয়া হয়।
দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে। জলকামানও ব্যবহার করা হয়।
এরপরে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশি কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের খবর ছড়িয়ে বিকেলে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানেও একজন নিহত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
আতিকুর রহমান ২৭ মার্চ, ২০২১, ২:২৯ পিএম says : 0
দেশটা কারো বাপের না
Total Reply(0)
Abdul Khaleque Sarker ২৭ মার্চ, ২০২১, ৫:৩৫ পিএম says : 0
নিজেদের শক্তি ও সামর্থ্য বিবেচনায় শান্তিপূর্ণ ভাবে যে-কোন আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া উচিৎ।
Total Reply(0)
মুহাম্মাদ মাসুদ রানা ২৭ মার্চ, ২০২১, ৫:৩৬ পিএম says : 1
স্বাধীনতার ৫০ বছরে আমার বাংলাদেশের অবস্থা! হায় আফসোস
Total Reply(0)
Tazul Hasan Tomas ২৭ মার্চ, ২০২১, ৫:৩৭ পিএম says : 0
এক মোদির জন্য মুসলমান ভাইয়ের ওপর হামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
Total Reply(0)
MD Hasem Sheikh ২৭ মার্চ, ২০২১, ৫:৩৯ পিএম says : 0
হায়রে স্বাধীনতার ৫০ বছর। আজ গোটা দেশ লজ্জিত।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন