শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

জুরাইন কবরস্থানের দুরবস্থা

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পুরান ঢাকার জুরাইন কবরস্থানের প্রবেশপথে নিত্যদিনের ময়লা-আবর্জনা ভরপুর এবং দুর্গন্ধে যাতায়াত করা দুস্কর। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এ কবরস্থানে অহেতুক বহিরাগতদের যাতায়াত, আজেবাজে ও নেশাগ্রস্ত লোকের চলাফেরা, কবর দেখাশোনা করার নামে প্রতারকদের দৌরাত্ম্য, কবরস্থানে পাহারাদার বা নিরাপত্তা কর্মীর সংকট, কবরস্থানের ভেতরে মসজিদটির পরিসর একেবারে ছোট, ওজু করার পরিস্কার জায়গার অভাব, কবরগুলো রক্ষণাবেক্ষণে অবহেলা, বেশি টাকার বিনিময়ে স্বজনদের কবরগুলো সুন্দর ও পরিচ্ছন্ন থাকে। কবরস্থানের পাশের ড্রেনগুলোর অবস্থা শোচনীয়। এমতাবস্থায় জুরাইন কবরস্থানের আধুনিকীকরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুনজর আশা করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন