শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

ফুটওভারব্রিজ চাই

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বর্তমানে প্রায় ২৩ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখানে বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা। তবে যে ব্যাপারটি তাদের প্রাণ সঙ্কটে ফেলে দিতে পারে তা হলো, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তা পারাপারের জন্য কোনো সুব্যবস্থা নেই। গেটের সামনে দিয়েই চলে গেছে সদরঘাট থেকে গুলিস্তানের মতো ব্যস্ত সড়ক। শিক্ষার্থীদের চলন্ত গাড়ির সামনে দিয়েই প্রতিদিন রাস্তা পার হয়ে ক্যাম্পাসে ঢুকতে হয় এবং ক্লাস শেষে বাসায় ফিরতে হয়। যদিও কিছুটা দূরে বাংলাবাজার এলাকায় একটি ফুট ওভারব্রিজ রয়েছে। কিন্তু সেটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো কাজে আসে না। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করলে শিক্ষার্থীদের রাস্তা পারাপার যেমন নিরাপদ হবে, তেমনি যান চলাচলও হবে নির্বিঘœ। তাই একটি ফুট ওভারব্রিজ নির্মাণে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শুভ্র গাইন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন