সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে সম্প্রীতির মিলনমেলা

এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

প্রাকৃতিক মনোরম পরিবেশ। শীতের সকালের রৌদ্রজ্জ্বল পরিবেশে বিশাল মাঠে ব্যাপক আয়োজন। প্রবেশমুখে চলছে র‌্যাফেল ড্র’র কুপন বিক্রি। তার একটু সামনে চলছে শীতের ভাপা পিঠা, পাটিসাপটা, চিতল পিঠা, পেয়াজু, বেগুনি, চাসহ নানা প্রকারের নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন। একপাশে অতিথিদের বসার বিশাল প্যান্ডেল। তার সামনে গানের মঞ্চ।

গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এসব দৃশ্য দেখা গেল রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজানস্থ রাঙ্গামাটি সড়ক সংলগ্ন ‘মিট পয়েট রিসোর্ট’ নামক বিশাল এলাকায়। এ আসনের চারবার নির্বাচিত এমপি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর তত্তাবধানে, সম্প্রীতি মেলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি দেশ-বিদেশের মেহমানদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ছিলো ক্রীড়া প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ নানা অনুষ্ঠান।

এ সম্প্রীতি মেলায় ১২ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এতে গান পরিবেশন করেন শিল্পী প্রতীক হাসান, লুইপা, বেলী, হেমা, নওশিন। সবশেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পুরস্কার তুলে দেন এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। সম্প্রীতি মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জমির উদ্দিন পারভেজ, ‘মিট পয়েট রিসোর্ট’র স্বত্তাবিধকারী কামাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এন.এইচ আশিকুর রহমান এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, নিজাম উদ্দিন হাজারী এমপি, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, লায়ন্স-৩১৫ বি-৪’র জেলা প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া, আবদুল ওহাব, এডিসি (জেনারেল) হাবিবুর রহমান, এ.বি.এম ফজলে রাব্বি চৌধুরী, এ.বি.এম ফজলে শহীদ চৌধুরী, রেহেনা আশিকুর রহমান, ফারাজ করিম চৌধুরী, ফাইক শহীদ চৌধুরী, এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম, ডা. শেখ শফিউল আজম, জসিম উদ্দিন শাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাফর আহমদ, ইব্রাহিম হোসেন বাবুল, সেলিম উদ্দিন, মহিউদ্দিন বাচ্চু, খদিজাতুল আনোয়ার সনি, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন, দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান ও পরিচালনা সম্পাদকের ছেলে জাসির চৌধুরী, সাংবাদিক নওশের আলী খান, প্রমুখ।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন