কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে তিন সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র নোয়াখালী শাখা। গতকাল সোমবার দুপুরে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ।
বক্তারা ধর্ষণকারী যে দলেরই হোক না কেন তাদের গ্রেফতার এবং ইতোমধ্যে গ্রেফতার হওয়া আসামিদের শাস্তির দাবি করেন। একই সঙ্গে এ ঘটনায় যেন সাধারণ মানুষকে হয়রানি করা না হয় সে দাবিও জানান তারা।
এদিকে নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত দেড়টার দিকে স্থানীয় মুদি ব্যবসায়ী জাকির হোসেন জহিরের নেতৃত্বে কয়েকজন আবুল হোসেনের ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা ঘরের বৈদ্যুতিক লাইট বন্ধ করে ভিকটিমের মা, এক ছেলে ও দুই মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে গণধর্ষণ করে। ঘটনায় ভিকটিম বাদী হয়ে জাকির হোসেন জহিরসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। গত রোববার জাকির হোসেন জহির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন