শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী সোহেলের গ্রেফতার দাবি আসকের

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খুলনার শীর্ষসন্ত্রাসী সোহেল বিশ্বাসের গ্রেফতারের দাবি জানিয়েছেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সময় তারা বলেন, খুলনার গডফাদার আ: গাফফারের পুত্র সোহেল একজন সন্ত্রাসী। তিনি ও তার বাহিনী ৫০ লক্ষ টাকা দাবি করে আসছে খুলনাস্থ খালিসপুরে অবস্থিত প্রাইম ইন্সটিটিউট অব টেকনোলজির কাছে। ইতোমধ্যে তিনি প্রায় ২৫-৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পরবর্তী ৫ মে সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি সহায়তায়র জন্য ভূক্তভোগিরা আবেদন করেন। এরপর আসক ফাউন্ডেশন। স্বরাষ্ট্রমন্ত্রলায়ের কাছে স্মারকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন ভূক্তভোগি মাসুদুর রহমান, ফাউন্ডেশনের চেয়ারম্যান এনামুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন