গোপালগঞ্জে রুহুল কবির রিজভী সহ ৩জনের বিরুদ্ধে ১শ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। গত ২০ জানুয়ারী রবিবার ৩জনকে আসামী করে গোপালগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলটি দায়ের করেন, গোপালগঞ্জ জেলা জজশিপের সহকারী সরকারি কৌশলী ও ৭১ এর ঘাতক দালাল নিমূর্ল আইন সহয়তা কমিটির জেলা শাখার সদস্য সচিব এ্যাডঃ দেলোয়ার হোসেন সরদার তার গ্রামের বাড়ী কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামে সে মৃত আবুল হাশেম সরদারের ছেলে। আসামীরা হলেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলাম। বাদী তার মামলায় উল্লেখ করেন- আসামীদের পরস্পর যোগশাজসে একত্রিত হইয়া বাদী ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর ভাবমূর্তি মান সম্মাননের হানী ঘটনানোর উদ্দেশ্যে ১নং আসামী তার দলীয় নেতাকর্মীদের নিয়ে জাল ও ভুয়া বইয়ের রেফারেন্স সহকারে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ভাবে সংবাদ ঘটনার দিনও সময়ে ২/৩নং আসামীর পত্রিকায় মুদ্রনের মাধ্যমে এবং অনলাইনে ও এনটিভিতে প্রকাশ করিয়া বাদী ও বাদীর মরহুম পিতা বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম মর্যাদা মান সম্মানের অপুরনীয় ক্ষতি করিয়াছে, ইহাতে বাদী ও বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর ১শ কোটি টাকার মানহানী, সম্মান ক্ষুন্ন হয়েছে। এর আগে গত ২৩ ডিস্বের দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ও পরের দিন ২৪ ডিসেম্বর ১ম পাতা ও ১৪নং পাতায় ১ ও ২ নং কলামে “রিজভীর দাবী আওয়ামীলীগে ২৩জন যুদ্ধাপরাধী আছে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে বাদী দেলোয়ার হোসেন সরদার ও তার পিতা মরহুম আবুল হাশেম সরদারের নাম রয়েছে। মামলায় বাদী সহ ৮জন স্বাক্ষী রয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন