রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুনামগঞ্জে বিজিবির মাদক ধ্বংসকরণ ও মতবিনিময় সভা

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সুনামগঞ্জে জব্দকৃত ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকার মাদক ধ্বংস করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ-২৮ বিজিবির সদর দপ্তরের এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় মতবিনিময় সভাটি শুরু হয়ে চলে দুপুর সোয়া পৌণে ২টা পর্যন্ত।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবির উপ-মহাপরিচালক ও সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. জালাল উদ্দীন জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. সাজেদুল হাসান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে।

সভা শেষে সুনামগঞ্জ-২৮ বিজিবির সদর দপ্তরে বাক্সেট বর গ্রাউন্ডে ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকার বিপুল পরিমান মাদক দ্রব্য বুলড্রোজার দিয়ে গুড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ২০ হাজার ৮৯৩ বোতল মদ। এর মধ্যে ভারতীয় অফিসার্স চয়েস ১৮ হাজার ৮১৫ বোতল, ২ হাজার বোতল অন্যান্য ব্র্যান্ড মদ। বিভিন্ন প্রকার ৬৪৯ বোতল বিয়ার, বাংলা মদ সাড়ে ৫ লিটার, ২৪ লাখ ৬৪ হাজার ৭৯০ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি। এরমধ্যে ২৩ লাখ ৮০ হাজার ৭শত পিস ভারতীয় বিড়ি। ১১ হাজার ৮শত কেজি গাঁজা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন