শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেহেরপুরে ৪০ বিএনপি নেতাকর্মী কারাগারে

মেহেরপুর থেকে সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

মেহেরপুরে ৪০ জন বিএনপি নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন-জেলার গাংনী উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিএনপির অন্যতম নেতা ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা কৃষকদলের সভাপতি ও ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামানসহ ৪০ জন।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি মামলায় মেহেরপুর জেলা জজ আদালতে এসব নেতা-কর্মীরা জামিনের জন্য হাজির হয়ে আবেদন করলে, আদালতের বিচারক গাজী রহমান তাদের জামিন না মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়,গত ২৭ অক্টোবর রাতে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেৃতৃত্বে পুলিশের একটিদল গাংনী উপজেলার করমদী-কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বিএনপি-জামায়াতের ২২ জন নেতা-কর্মীকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১৭টি ককটেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় নাশকতার অভিযোগে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শতাধিক বিএনপি নেতা-কর্মীর নামে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন