দিনাজপুরেরর বিরলে ৬নং ভান্ডারা ইউপি’র ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য দিলিপ চন্দ্র সরকার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভান্ডারা গ্রামের মৃত. কুড়ানু চন্দ্র সরকারের পুত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোশারফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার ভান্ডারা ইউপি’র দৈকত বাড়ী গ্রামের আব্দুস সোবহানের পুত্র।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ভান্ডারা ইউনিয়নের উত্তর ভান্ডারা গ্রামের রেংটা ব্রীজ সংলগ্ন ময়নুল হক (ডিলার) এর লিচু বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পার্শ্বে লিচু গাছে হেলান দিয়ে রাখা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশ এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল জানান, আমরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসা বাদেও জন্য মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন মোশাকে আটক করা হয়েছ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন