গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি রেলওয়ে সেতুর মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। উপজেলার ইমামবাড়ি এলাকার অংশে একটি রেলওয়ে সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ায় সেটি মেরামতের জন্য গতকাল দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ইমামবাড়ি রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশের একটি রেলওয়ে সেতুর পাটাতন ভেঙ্গে গেছে। রেলওয়ে মেরামতকারী দল সেটি মেরামত কাজ সম্পন্ন করে। সেজন্য ৩টা পর্যন্ত এ রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে। এর ফলে এ রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন