সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বরিশাল বিভাগে শিশু হাসপাতাল স্থাপন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

 

১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর কর্তৃক শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বরিশালে মহাবিদ্যালয়টির অবস্থান। এক সময় এর আয়তন ও স্থাপনা এশিয়ার মধ্যে বৃহত্তম হিসেবে অভিহিত হতো। চিকিৎসাশাস্ত্রের প্রায় সব বিভাগই এখানে বিদ্যমান। দুঃখজনক হলেও সত্য, মহাবিদ্যালয়টির অন্তর্গত শিশু বিভাগটির অবস্থা অত্যন্ত করুণ ও অমানবিক। বরিশাল শহরে প্রায় ২৫ লাখ লোকের বসবাস। এ ছাড়াও পার্শ্ববর্তী জেলা-উপজেলাগুলোতে এক কোটির ঊর্ধ্বে জনবসতি। শিশু বিভাগে প্রতিদিন গড়ে ২৫০ জন শিশু চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়। স্থানাভাবে বিভাগের সামনে প্রবেশ করা দুঃসাধ্য। লাইনে দাঁড়ানোর জায়গা নেই বললেই চলে। চারজন নিয়মিত চিকিৎসক দ্বারা বিভাগটি পরিচালিত। শিশুদের জন্য কোনো ইমার্জেন্সি বিভাগ না থাকায় অনেক শিশু দ্রæত চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কর্তব্যরত চিকিৎসকদের উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। উল্লিখিত দুঃসহ পরিবেশ বিবেচনা করে বরিশাল বিভাগে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাসহ একটি শিশু হাসপাতাল স্থাপন করা একান্ত প্রয়োজন। এ জন্য সংশ্নিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলো।
সৈয়দ নাইমুল হাসান টুবলু
আলেকান্দা, বরিশাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন