মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতি সহ ৭ টি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক সহ ৮ টি পদে জয়লাভ করেছে। শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫টি পদে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে।
মোট ১১৮ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশন অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি পদে অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি¦ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন ৫২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আবু সালেহ মোহাম্মদ নাসিম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›িদ্ব বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রার্থী কাজী শহীদুল হক পান ৪৬ ভোট।
এদিকে নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্যানেল থেকে সহ সভাপতি এম এম রুস্তম আলী ৫৫, সদস্য আব্দুল্লাহ আল মামুন রাসেল ৬৪, কে এম নুরুল হাসান রঞ্জু ৫১, শাহারিয়ার মাহামুদ শাওন ৫৬ , সেলিম রেজা ৫১ ও নাগিব মাহফুজ জুয়েল ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন