চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, কোন পরিবারই চাকুরীহীন থাকবে না। দেশের প্রত্যেক পরিবারের একজনকে সরকারী চাকুরী প্রদান করা হবে। গতকাল রোববার দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের রোল মডেল। আমরা পৃথিবীতে প্রথম সারির নাগরিক হতে চাই। এজন্য আমাদের জেনারেল শিক্ষার পাশা-পাশি নিজেদের কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে হবে। শুধু পড়া লেখা করলেই হবে না, প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়াটা হলো বড় সাফল্য। শিক্ষার্থীদের প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন