নারায়ণগঞ্জ শহরের ডিআইটি কলোনীর পেছন থেকে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ জানুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। সিয়াম জেলার ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকার সোহেল মিয়ার ছেলে। তিনি শহরের উকিলপাড়া এলাকার আজিজুর রহমানের হোসিয়ারি শ্রমিক ছিলেন।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ জানুয়ারি) রাত ৯টায় হোসিয়ারি থেকে বের হন সিয়াম। এরপর তিনি বাসায় ফিরে না যাওয়ায় সোমবার সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে খবর পেয়ে কলোনীর পেছনে পড়ে থাকা লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য করুন