ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : দলের মহাসচিবের কাছ থেকে মনোনয়ন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা হায়দার আলী তালুকদার। ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬-এর শেষ ধাপে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে গত মঙ্গলবার তিনি দলীয়ভাবে মনোনয়ন জমা না দিয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেন। এর ফলে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির কোন প্রাথী থাকল না।
জানা যায়, ঘাটাইল উপজেলা বিএনপি তৃনমূলের মতামতের ভিত্তিতে উপজেলার ৮ ইউনিয়নের প্রার্থীর নাম চূড়ান্ত করে কেন্দ্র পাঠায়। সেই হিসেবে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী মনোনীত করা হয় সোলায়মান কবীরকে। কিন্তু বিএনপির গুলশান কার্যালয় থেকে দলীয় প্রত্যয়ন দেয়ার সময় সোলায়মান কবীরকে বাদ দিয়ে হায়দার আলী তালুকদারকে মনোনয়ন দেয়া হয়। দলের কাছ থেকে প্রত্যয়ন নিয়েও তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করায় বিক্ষব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ব্যাপারে হায়দার আলী তালুকদার বলেন, দলের প্রতি আমার বিশ্বাস ও আনুগত্য আছে এলাকাবাসীর চাপের কারণে বাধ্য হয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন