নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : নেছারাবাদে এসএসসি পরীক্ষায় ৩টি কেন্দ্রে ২৮২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে ৫২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উপজেলার শীর্ষ স্থানে রয়েছে। ৩২টি জিপিএ ৫ পেয়ে স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং ২৪টি জিপিএ ৫ পেয়ে সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করেছে। এছাড়াও সোহাগদল কে পি ইউ মাঃ বিঃ ১৬, রাজাবাড়ি বালিকা মাঃ বিঃ ১৪, আদর্শ মাঃ বিঃ ১১, নান্দুহার ইলুহার ইউ মাঃ বিঃ ১১, আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয় ১০,মাহমুদকাঠি ইছামুদ্দিন মাঃ বিঃ ৯সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ২৮২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়া, দাখিল পরীক্ষায় উপজেলায় ২টি কেন্দ্রে মোট ৪৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এরমধ্যে, ছারছীনা দারুস্সুন্নাত আলিয়া মাদরাসা ৩৩টি জিপিএ ৫ পেয়ে উপজেলায় দাখিল পরিক্ষায় অশংগ্রহণকারী ২১ মাদরাসার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। ৬টি জিপিএ ৫ পেয়ে আউরিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা দ্বিতীয় স্থান লাভ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন