শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের জন্য অনুদান দিচ্ছে ঢাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৪:২৫ পিএম

ভারতের শান্তিনিকেতনে অবস্থিত বাংলাদেশ ভবনের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকার একটি চেক বিশ্ব ভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। সোমবার স্থানীয় সময় বিকালে এই মর্মে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়কারী মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছেন, ‘মঙ্গলবার দুপুরে একটি ছোট্ট অনুষ্ঠানে বাংলাদেশের উপহাই কমিশনার তৌফিক হাসান আমাদের বিশ্ব ভারতীর উপচার্জ বিদ্যুৎ চক্রবর্তীর হাতে ১০ কোটি ভারতীয় রুপির চেক তুলে দেবেন।’
উল্লেখ্য, যদিও শান্তিনিকেতনে আগে থেকে চীনা ভবন এবং নিপ্পন (জাপান) ভবন রয়েছে। এই প্রথম বাংলাদেশ সরকার সেই ভবনের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন খাতে কোনো অনুদান দিতে যাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন