মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারতের কাছে আরও রেলইঞ্জিন চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ২:২১ পিএম

ভারতের রেল পরিষেবা ডিজেল থেকে দ্রুত ইলেকট্রিক ট্রেনে রূপান্তরিত হচ্ছে। তখন ডিজেল ইঞ্জিনগুলো অতিরিক্ত হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের রেল পরিষেবা এখনও ডিজেল নির্ভর, তাই ভারতের কাছে কিছু ইঞ্জিন (লোকোমোটিভ) চায় বাংলাদেশ।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের এমন প্রস্তাবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবিষয়ে সম্মতি জানান।
এর আগে, রেলভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠককালে রেলপথ মন্ত্রী ইঞ্জিনের বিষয়ে কথা বলেছিলেন।
২০২০ সালে ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন উপহার দেয় ভারত। মন্ত্রী বলেন, বাংলাদেশকে এর আগে দশটি ইঞ্জিন উপহার দিয়েছিল ভারত। এবারে আরও ইঞ্জিন বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য ভারতীয় হাইকমিশনারর সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন