শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা পাবে হেল্থ কার্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৭:৪৭ পিএম

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ পরীক্ষার জন্য দেয়া হবে হেল্থ কার্ড (স্বাস্থ পত্র)। বেসরকারীভাবে এ উদ্যোগ নিয়েছে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গাইজেশন (হেলো)। প্রাথমিকভাবে সংস্থাটি রাজধানীর যাত্রবাড়ী এলাকার কোনাপাড়ার মান্নান হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ঢাকার সরকারী ও বেসরকারী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সেবা প্রদান করা হবে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) মান্নান হাই স্কুল এন্ড কলেজে ‘স্বাস্থ সচেতনা মূলক মতবিনিময় সভায়’এ ঘোষণা দিয়েছে হেলো। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। হেলোর সভাপতি এআরএম কাইয়ুম খান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্নান হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. আনোয়ার হোসেন। মূলবক্তব্য উপস্থাপন করেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মহসীন আহমদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আরিফুর রহমান সজল, ভাইস প্রিন্সিপাল শৈলেন্দ্র প্রসাদ দাস, হেলোর ট্রেজারার আসলাম মোস্তাক লিখন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সেলিম মাহসুদ, ডা. বিকাশ চন্দ্র দাস, ডা. মতিউর রহমান প্রমুখ। হেলো- মানবতারজন্য সচেতনতা, দাতব্য ও গবেষণা এই শ্লোগান সামনে রেখে গঠিত হয়েছে হেলদি হার্ট হ্যাপি লাইফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন