শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মানবিক কারণেই হকারদের পুনর্বাসন করতে হবে হকার্স শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


 হকার্স শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ বলেছেন, হকারদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক। হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন করা জরুরী। একজন হকারের সাথে একটি পরিবার জড়িত। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করা দরকার। নেতৃবৃন্দ বলেন, বাধ্য না হলে কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না। পরিবার পরিজনের ভরণপোষণের তাগিদেই নিরুপায় হয়ে তারা ফুটপাতে হকারী করে থাকেন। বক্তাগণ হকারদের বিষয়টি চিন্তায় আনতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।
গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হকার্স শ্রমিক আন্দোলনের স্টিয়ারিং কমিটির সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ভিপি মুহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুহা. আব্দুল মান্নান, মুহা. আলমগীর হোসেন তালুকদার, মুহা. কামাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শিমুল, মুহা. নুরুজ্জামান, জামাল খান, জয়নাল আবেদীন মানিক, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল ফরাজী, মুহা. কামাল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন