বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩ দিনের সফরে ফুরফুরা শরীফের পীরজাদা এখন বাংলাদেশে

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ২:৪০ পিএম | আপডেট : ২:৫৭ পিএম, ৩১ জানুয়ারি, ২০১৯

জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক ও ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর পৌত্র ও পীর বাকী বিল্লাহ সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লা শাহ সিদ্দিকী (মাদ্দাঃ) বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার বিকালে বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি অবতরণ করেন। এ সময় দাদা হুজুর পীর কেবলা (রহঃ) এঁর শত শত ভক্ত, অনুরাগী ও মুরীদ বিমান বন্দরে পীরজাদাকে স্বাগত জানান। এরপর মটর শোভাযাত্রা সহকারে পীরজাদাকে গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে আনা হয়। বাংলাদেশ সফরকালে পীরজাদা জবিহহুল্লাহ সিদ্দিকী ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে অবস্থান করবেন। তিনি বিভিন্ন স্থানে আয়োজিত দোয়ার মাহফিলে শরিক হবেন বলে জমিয়তে জাকেরীণের প্রচার সচিব আসিফ কাজল এক ই-মেইল বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন