শেরপুর সদর উপজেলোর যোগিনীমুরা নামাপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে ইরি ধানের চারা রোপনকে কেন্দ্র করে দু’পক্ষর সংঘর্ষে প্রতি পক্ষের হামলায় উজ্জল নামের এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞঝাসাবাদের জন্য ৫ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে।
স্থানীয়রা জানায়, ১৬ কাঠা জমি নিয়ে শেরপুর সদর উপজেলোর যোগিনীমুরা নামাপাড়া গ্রামের রইছ উদ্দিন বিষুর সাথে তার একই গোষ্ঠির আবু বকর ও তার সন্তানদের বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ওই জমিত্বে রইছ উদ্দিন বিষুর লোকজন আবাদ করেত গেলে আবু বকর ও তার সন্তানরা বাধা দেয়। এসময় প্রতিপক্ষের লোক জনের লাঠির আঘাতে আবু বকরের ছেলে উজ্জল (৪০) ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ তাৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিহত উজ্জলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন স্থান থেকে লোকজন ভাড়া করে এনে আমাদের ওপর হামলা করে উজ্জলকে খুন করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন