শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় গ্রেফতার ৮৫

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১ এএম

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলার আসামিসহ নানা অপরাধে ৮৫ জনকে গ্রেফতার করা হয়। জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) জানান, মাদক আইনে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। মাদক প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন