নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরের সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী মো. শফিকুল ইসলাম ভুইয়া জানান, ভোরে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ আরও অন্তত ১০ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন