বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বুড়িগঙ্গা তীরের ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১ এএম

নদী তীর দখল ও দূষণমুক্ত করতে বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে ছোট-বড় ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

গত মঙ্গলবার থেকে এই অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনাগুলোর মধ্যে- সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবন রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের উচ্ছেদ করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে আগামী ৫ থেকে ১৯ ফেব্রুয়ারি ফের উচ্ছেদ কার্যক্রম চালাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন