নোয়াখালীর রাজগঞ্জে ফুরফুরা শরীফের খলিফা পীরে কামেল আলহাজ হযরত শাহ ছুফি মোহাম্মদ আবুল বারাকাত পীর সাহেবের ২৫ তম ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল আজ। রাজগঞ্জ বারাকাত দরবার শরীফে বিকাল ৩টায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তালিম ও যিকির পরিচালনা করবেন আলহাজ হরযত মাওলানা আবু তাহের মো: আব্দুল্লাহ। এছাড়া এ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামাগন ওয়াজ মাহফিল করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন